বরেন্দ্র নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদে কোরআন শরীফ অবমাননার অভিযোগে শহিদুল নবী নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছেন বিক্ষুপ্ত জনতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল নবী লাইব্রেরিয়ান রংপুর ক্যান্ট পাবলিক কলেজের সাবেক লাইব্রেরিয়ান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা শুরু হয়। ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ঘটনার পর যুবকের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন জানান, দু’জন ব্যক্তি আসরের নামাজের সময় মসজিদে ঢুকে। নামাজ শেষে তারা ‘মসজিদে অস্ত্র আছে’ বলে দাবি করে। এ সময় তারা কোরআন ফেলে দেয় ও অবমাননা করে। এমন অভিযোগে একজনকে ধরে পিটিয়ে হত্যা করে বিক্ষুপ্ত জনতা।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply