মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠ-পোষকতায় মহানবীর (স:) ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদশর্নীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্দ্যোগে উপজেলার নবী প্রিয় ধর্মপ্রাণ মুসলিম জুম্মার নামাজ শেষে সাপাহার জিরো পয়েন্ট একত্রিত হয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সভা করেন, এসময় উপস্থিত ছিলেন জমঈয়ত সাপাহার শাখার সভাপতি সানাউল্লাহ মাদানী, সম্পাদক আ ঃরব, সদস্য দুরুল হুদা, খাইরুল আলম , সিরাজুল ইসলাম, সহ সম্পাদক হাফিজুর রহমান সহ-সভাপতি আব্দুল্লাহ্ , মিনহাজুল, গোলাম কিবরীয়া মাদানী, আব্দুল আলীম, ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ ।
এসময় উপজেলার নবী ভক্ত ধর্মপ্রাণ মুসলিমগণ দলে দলে যোগদান করে বিভিন্ন স্লোগানে প্রতিবদি জানান এবং ফ্রান্সের পণ্য বয়কট করার আহব্বান জানান।
Leave a Reply