কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মো. জাহিদুর রহমানসহ জেলার ৫ থানার বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষে ৪ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধণা দেয়া হয় এবং গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার ও অন্যান্য কার্যক্রম সন্তোষজনক হওয়ায়
২০ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করা হয়। অর্থের চেক অফিসারদের হাতে তুলে দেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।
পুরস্কারপ্রাপ্ত অফিসাররা হলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন, মো. জাহিদুল হক সরকার, মাহবুবুর রহমান, আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, মো. শহিদুল ইসলাম, রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদুর রহমান, এরশাদ আলী-২, শামীম হোসেন, হীরণ আলী, শাহারীয়ার হোসেন, সুরুজ্জামান, রাসেল হোসেন, রাকিবুল হোসেন, রমজান আলী
Leave a Reply