এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে দোকানে আগুন লেগে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রোববার দিনগত রাতে উপজেলার রাতোয়াল বাজারে “সোহেল ইলেক্ট্রনিক্স” নামক দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক সোহেল রানা জানান,সারা দিন ব্যবসা শেষে রাতে তালা দিয়ে বাসায় চলে যান তিনি। এরপর রাত অনুমান ৯টা নাগাদ দোকান ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় খবর পেয়ে দৌড়ে আসলে স্থানীয়দের সহযোগিতায় কোন রকমে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে দোকানে থাকা বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী,হার্ডওয়ার ও মেশিনারীজের প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। তবে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে জানিয়েছেন তিনি। সোহেল রাতোয়াল শলগাড়িয়া পাড়া গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে।
Leave a Reply