মাহমুদ সিদ্দিকী, ভোলাহাট:
একজোড়া ভালো জুতা ছিলো না বাবার
অথচ, এমন সুন্দর পা কারও দেখিনি আমি।
সুডৌল, কোমল– কান্তিময় সে পা’য়ের রূপে
মুগ্ধ হয়েছিলো কতো মৃগয়ার মন!
শত্রু শ্লাঘায় পুড়তো আর, পতিপ্রাণা
মা’র গল্পের পুরোধা জুড়ে বাবার পা’য়ের
অন্ধ সুর বাজতো। বলতো–
“বড় হয়ে একজোড়া জুতা কিনে দিস।”
.
শহুরে নতুন জুতা
সাদা পাজামা-পাঞ্জাবী
শ্মশ্রুমণ্ডিত মাধব মুখ
হাতে উজ্জ্বল বেতের লাঠি
বাবা হেঁটে আসছেন রাজকীয় পদক্ষেপে…
দূরাগত স্বপ্নের দরজা ভেঙে কতোবার আমি
হেঁটে গেছি কল্পনাপ্রসূত সেই রাজ্যে–
বাবা, শতচ্ছিন্ন তোমার পা’য়ের জুতার করুন শব্দে
ঘুমাতে পারিনি অক্ষম শৈশবে!
.
আজ সুদিন ফিরেছে ঘরে, তুমি নেই।
তোমার খোকা বড়ো হয়েছে, মা কোথায় তুমি?
বিষন্ন শৈশব, তুমি ফিরে এসো–
পরিশোধহীন পিতৃঋনে দিনদিন ডুবে যাচ্ছি আমি!
ঋন
(সমর্পণ: প্রিয় বাবাকে)
১২/০৯/২০১৯
Leave a Reply