মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার লক্ষে নওগাঁর সাপাহারে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, দেশের কৃষি বিভাগকে আরোও গতিশীল করতে সরকারের উদ্যোগে রবি মৌসুমে ভূট্টা, সরিষা, পেঁয়াজ, গম বোরোধান এবং গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের এই মহতী উদ্যোগকে কাজে লাগানোর জন্য কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা।,উপজেলা কৃষি অফিসার জনাব মজিবুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করন। বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৪১৪ জনের মাঝে কৃষি পণ্য হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়।
Leave a Reply