গল্পটা এগিয়ে চলছিলোপর্বের পর পর্বউপন্যাস হতে চেয়েছিলোব্যাকুল প্রাণে!
ভিন্ন ভিন্নচরিত্রের সাথে মিলে মিশেপ্রাপ্তি অপ্রাপ্তির মেলবন্ধনে।
জীবন ভিত্তিকউপন্যাস বলে কথা।
চড়াই উৎড়াইবাঁধা বিপত্তি সে তো থাকবেই।
মনখারাপের এক প্রহরেএকাকী একজননদীর পাড়ে বসেবাড়িয়ে দিয়েছিলোআশার বিস্তৃত দু’খানি হাত। তোমার লেখা গল্প হতে চেয়ে।
যদিও সবকটা চরিত্র কাল্পনিকতবুও অস্তিত্ব হয়ে কিছুটা চরিত্রকে বহন করবে! থেকে যাবে কিছুটাকলমের ঢাকনাতেই।
কিছু চরিত্র নদীর জলতরঙ্গেজীবনের জলছবি হয়ে ভাসবে।
মিল অমিলের খেলায়গল্প-উপন্যাসটাহঠাৎ থেমে গেলো…! রেশটা রয়ে গেলো তবু। কখনো কোনদিনহয়তো ভাবতেও পারো-তোমার অস্তিত্বে আমিই ছিলেম;উপসংহারটা আজও অমিল বড়।
– রুদ্র অয়নঢাকা, বাংলাদেশ
Leave a Reply