নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজেদ আলী ভুটুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ২৩ নভেম্বর সোমবার রাত সাড়ে ৭ টার দিকে ভোলাহাট প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতে আসলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি গোলাম কবির।
এ সময় অনলাইন পোর্টাল বরেন্দ্র নিউজের সম্পাদক ও প্রকাশক জামিল হোসেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দার, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ আওয়ামী,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ভোলাহাট প্রেসক্লাব তার ইউনিয়নের অন্তর্ভূক্ত। ফলে প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রাণপন চেষ্টা করে যাবেন। তিনি দলদলী ইউনিয়নের সবার সহযোগিতা নিয়ে আগামীতে কাজ করে যাবেন বলে জানান।
উল্লেখ্য ২৩ নভেম্বর সোমবার বেলা ১২ টার দিকে একক প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তার অফিসে তাকে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।
Leave a Reply