শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নিবার্চন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা চত্তরে অবস্থিত ক্লাব কাযার্লয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,
আতিকুল ইসলাম আজম। বক্তব্য রাখেন, আসাদুল্লাহ আহমদ, শফিকুল ইসালাম, নাহিদ ইসলাম, ইয়াহিয়া খান রুবেল, আল মামুন বিশ্বাস, সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি,
ইমরান আলী, শহিদুল ইসলাম ও নুরুজ্জামান। সাধারণ সভা শেষে নিবার্চন পরিচালনা কমিটির
আহবায়ক দৈনিক ইনকিলাবের সাবেক উপজেলা প্রতিনিধি ড: আতিকুর রহমান
সর্বসম্মতিক্রমে উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে
রয়েছেন, সভাপতি আতিকুল ইসলাম আজম ( দৈনিক ইত্তেফাক, সানশাইন), সাধারণ সম্পাদক
আসাদুল্লাহ আহমদ ( দৈনিক খোলাকাগজ, দিনকাল, উত্তরা প্রতিদিন), সহ-সভাপতি শফিকুল ইসালাম ( দৈনিক আমাদের নতুন সময়. সংগ্রাম), সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস ( দৈনিক
মানবজমিন,সোনার দেশ, গৌড় বাংলা), অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ( দৈনিক আমার সংবাদ), ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন রনি ( দৈনিক ভোরের ডাক), সদস্য নাহিদ ইসলাম ( দৈনিক যুগান্তর, করতোয়া, চাঁপাই চিত্র), ইয়াহিয়া খান রুবেল (
দৈনিক আমাদের সময়, সংবাদ, নতুন প্রভাত), সারওয়ার জাহান সুমন (দৈনিক আমাদের
অর্থনিতি), ইমরান আলী ( দৈনিক যায়যায়দিন), ও নুরুজ্জামান ( দৈনিক নয়াদিগন্ত)।
Leave a Reply