নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে বাল্য বিয়ের অপরাধে ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামী মহারাজপুর ইউনিয়নের শেখ পাড়া গোরস্থনের সামনের বাসীন্দা মো. জামিল শেখের স্ত্রী
মোসা. সুরাইয়া বেগম। তিনি মেয়ের মা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আলমগীর হোসেন জানান, গত কয়েকদিন আগে গোপনে বাল্যবিয়ে সম্পন্ন হয় মহারাজপুর ইউনিয়নের শেখ পাড়ায়। পরে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের মাকে দোষী সাব্যস্ত করা হয়।
আসামী সুরাইয়াকে বাল্য বিয়ে নিরোধ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply