মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ভ্রাম্যমান আদালতে ৪ টি ক্লিনিকের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হােসেন।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে অবস্থিত ক্লিনিকগুলোতে লাইসেন্স নবায়ন, পরিস্কার পরিচ্ছন্নতা, সার্বক্ষণিক ডাক্তার-নার্স না থাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পপুলার ক্লিনিকের ১৫ হাজার, সিটি ক্লিনিকের ২০ হাজার, জনসেবা ক্লিনিকের ২০ হাজার ও রয়েল ক্লিনিকের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সর্বাগ্রে উপজেলার গরীবে নেওয়াজ ক্লিনিকে অভিযান পরিচালনা করা হলে উক্ত মালিক ডাঃ নূর মোহাম্মদ নুরু পলাতক ছিলো বলে জনা গেছে। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।
এসময় এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন ।
Leave a Reply