ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জয়িতা অন্বেশন বাংলাদেশ অনুষ্ঠানে ৫ জন সফল নারীকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে। ০৯ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌধ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ৫ জন সফল নারীকে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য রেনুয়ারা বেগম, সফল জননী হিসেবে সাফল্য অর্জনের জন্য ডলি দাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য লাভলী হেমরম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে উদ্যমে জীবন পরিচালনার জন্য মোসা, সামসুন্নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউপি সদস্য রেহেনা পারভীনকে জয়িতার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত ৫ জন সফল নারী তাদের জীবনের দুর্বিসহ ও উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ আলোকপাত করেন।
Leave a Reply