মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরে নবনির্মিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ন সচিব, আব্দুর রাকিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার প্রমূখ।
২০২১ শিক্ষাবর্ষে আসন সংখ্যা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০ জন এবং ৯ম শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে বলে জানা গেছে ।
Leave a Reply