নওগাঁ (পোরশা) প্রতিনিধিঃ
নওগাঁর জেলার পোরশা উপজেলার বিস্তৃত মাঠ জুড়ে সরিষা ক্ষেত। যে দিকে দু‘চোখ যায় সবুজ ও হলুদের ছড়াছড়ি। এরই মাঝে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষীরা এসে মধু আহরণে ব্যবস্ত সময় কাটাচ্ছেন।
সোমবার বিকেলে উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের পূর্ণভবা নদীর তীরে গিয়ে দেখা যায়, মৌচাষীরা তাদের চাষের মৌমাছি দিয়ে ঝাঁকে ঝাকে মধু সঞ্চয় করছেন।
এসময় মৌচাষী নুর ইসলাম মিঠুর সাথে কথা বলে জানা যায়, তারা অনকে দিন ধরে এভাবে সয়ংক্রিয় পদ্ধতিতে মধু সংগ্রহ করে আসছেন। তিনি বলেন, ‘অনেক দিন আগে নেদারল্যান্ডস থেকে কিছু মৌমাছি আমরা আমদানি করে নিয়ে এসেছি। পরবর্তীতে সেগুলো একটি বাক্সের মধ্যে বন্দি রেখে রাণী মৌমাছির মাধ্যমে বংশ বিস্তার করা হয়েছে।
আর সে সমস্ত মৌমাছি দিয়েই আমরা মধু সংগ্রহ করে আসছি। এভাবে বছরে চার মাস সরিষা, কালজিরা, ধনিয়া ও লিচু থেকে মধু সংগ্রহ করি। এখানে এই সরিষা ক্ষেতে ২শত টি বক্স এর মাধ্যমে এক মাসে প্রায় ৪লক্ষাধিক টাকার মধু সংগ্রহ করা সম্ভব বলে জানান তিনি।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহফুজ আলম সরিষা ক্ষেত পরিদর্শনে এসে মধু সংগ্রহের বিষয়ে জানান, এ বছর পোরশা উপজেলায় তিনটি দল প্রায় সাড়ে ৭শ মৌবক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ করছেন। এ সমস্ত মৌবক্স গুলো থেকে দেড় থেকে দুই টন মধু সংগ্রহ করা যাবে বলেও আশা করছেন তিনি।
এসময় সাথে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হাই এবং মোঃ সামিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply