নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার বিশেষ অভিযানে মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার ২০ জন আসামীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তার করতে গোমস্তাপুর থানার বিভিন্নস্থানে মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
আটককৃতদের আদালতে সোপর্দ করার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলার ৫ থানায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অপর দিকে গোমস্তাপুরের চৌডালা মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মৃত আরশাদ আলী মন্ডলের ছেলে মো. কাজল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply