কপোত নবী : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার উমরপুর খোঁচপাড়া এলাকার মো. আব্দুল কালামের ছেলে মো. হারুন অর রশিদ (৫০) ও মো. জেনারুলের ছেলে মোঃ আব্দুল আহাদ (১৯)।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি টিম পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার হুদমার মোড়ে চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালানো হচ্ছিল।
এ সময় খাসেরহাট থেকে কানসাটগামী একটি অটোবাইক তল্লাসী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ রশিদ ও আহাদকে আটক করা হয়।
পরে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।মাদকদ্রব্য পাচার রোধে ডিএনসি টিম জেলার বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাসি চালিয়ে আসছে।
Leave a Reply