নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জারা বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগাম ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
প্রবীণ দিবস এর বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ মোড় মুক্তিযুদ্ধা কমপ্লেক্স হতে মুজিব চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রবীন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাহার মাষ্টার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন বিশেষ অতিথি ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসিরুদ্দীন মন্ডল, সমাজসেবা কর্মকর্তা নাসিমুদ্দীন
মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল হক , সঞ্চালনায় ইখতিয়ার উদ্দিন সহ অন্যান্যরা।
উক্ত আলোচনা সভায় প্রবীণদের একে অপরের সাথে সাক্ষাৎ দেশ ও জাতির কল্যাণে দোয়া করে সভা সমাপ্ত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
Leave a Reply