নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া বিনোদপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. বকুল আলী (৩০)।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপনসূত্রে জানতে পারি ইসরায়িল মোড় এলাকায় ১ ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর গোয়েন্দা শাখার একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ বকুলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার আরো জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
Leave a Reply