নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার সময় হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন হয়। এতে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদ আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম. হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল প্রমুখ। ক্যাম্পেইন এ বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply