নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বুধবার (২ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের অনুপগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন করা হয়। প্রাকৃতিক পরিবেশ রক্ষার গুরুত্ব, প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণির প্রয়োজনীয়তা, জীববৈচিত্রসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালবাসা, মমত্ববোধ ও সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এই উদ্যেগ নেয়া হয়।
স্কুল ক্যাম্পেইনে অংশ নেয় সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ’র প্রধান সমন্য়ক রবিউল হাসান ডলার ও সংগঠনের অন্যতম স্বেচ্ছাসেবক মাসরুকুজ্জামান।
এসময় অনুপগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবউদ্দীন ও সহকারী শিক্ষক রওনক আরা উপস্থিত ছিলেন।
এর আগে সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ’র কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীদেরকে সংগঠনের ফোল্ডার প্রদান করা হয়।
Leave a Reply