নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপীঠ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন নামো শংকরবাটী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডাক্তার মো. দুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মো. মার্শালসহ ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যগণ।
এ ছাড়াও বৃহস্পতিবার সকালে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা একজন মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply