বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার সচেতন রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে হাসপাতালে রাখা হয়েছে। বিএনপির এখন কোনো ইস্যু নেই। তাই তারা এসব বিষোদগার করে নেতাকর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে।
গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কাদের। এ সময় আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বোমা পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে কাদের বলেন, এ রকম দু-একটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজ সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমরা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাও নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা বাংলাদেশে এখনো ঘটেনি। তিনি বলেন, অনেকেই ভেবেছিলেন ঈদের সময় কোনো ঘটনা ঘটবে; কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটেনি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই।
বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করছে সরকারÑ বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের ইতিহাসে ’৭৫ পরবর্তীকালে দেশের ভাবমূর্তি এত উজ্জ্বল, এত সমুজ্জ্বল আর কোনো সময় হয়নি। যাদের আমলে দুর্নীতির হ্যাটট্রিক হয়েছে তাদের মুখে এমন কথা মানায় না।
ওবায়দুল কাদের বলেন, আগামী ২৩ জুন আমাদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। মাসব্যাপী এই কর্মসূচি ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে, সভা-সমাবেশ, সেমিনার ও র্যালি, আলোচনা সভা, প্রচার ও পুস্তিকা প্রকাশ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
Leave a Reply