মোহা:হাদিউল ইসলাম
বুয়েট ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের সাথে পুলিশ প্রশাসনের বাক-বিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশের জন্য চাপ প্রদান করলেও শিক্ষার্থীরা মহাসড়কে বসে সরকারি চুক্তিবিরোধী ও হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।
প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন আজকের মতো স্থগিত করার অনুরোধ করেন।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এ হত্যার বিচারসহ ৫ দফা দাবি পেশ করা হয়। দাবির অন্যতম একটি ছিল ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে স্বাধীন দেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা,যাতে করে এদের আগ্রাসন থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে থাকে।পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে এ বিক্ষোভ মিছিল ও অবরোধ শেষ হয়।
উল্লেখ্য, সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তির বিশ্লেষণাত্মক ফেসবুকে স্ট্যাটাস দেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে ৬ অক্টোবর রাতে বুয়েট শের-এ-বাংলা হলের ২০১১ নং কক্ষে বুয়েট শাখা ছাত্রলীগের ১১ নেতাকর্মীর অমানুষিক নির্যাতনে প্রাণ হারায় আবরার।
এতে বিক্ষোভে ফেটে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়।
Leave a Reply