নিজস্ব প্রতিবেদক , চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। জেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।
আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানসহ অন্যরা।
সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার মোহাম্মদের সঞ্চালনায় কর্মশালার সমপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সদর থানার অফিসার ইন-চার্জ জিয়াউর রহমান পিপিএমসহ জেলা নির্বাচন অফিসের কর্মকতা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ অন্যান্যরা।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১৫৭ জন প্রিজাইডিং অফিসার ও ৯৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন।
Leave a Reply