নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিশ্ব দৃষ্টি দিবস (Vision First) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম এর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নজরুল মালেক চৌধুরী, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ, আলহাজ্ব মতিউর রহমান, আব্দুল হান্নান, চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম সুজন, শাহনেওয়াজ দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply