ধানের শীষের পক্ষে প্রচারণা – ছবি : সংগৃহীত
বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। প্রতিদ্বদ্বী প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ভোটারদের কাছে সকাল থেকে রাত পর্যন্ত ভোট প্রার্থনা করছেন।
আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে ইভিএমে ১৪১ কেন্দ্রে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি তথা ২০ দলীয় জোটের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক গোলাম মো: সিরাজ (ধানের শীষ) ও আ’লীগের প্রার্থী টি জামান নিকেতার (নৌকা) মধ্যে।
এ ছাড়া প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক)সহ অপর তিনজন।
বিএনপি প্রার্থীর পক্ষে গতকাল শনিবার বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গণসংযোাগ করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা আলী আজগর হেনা, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, তাহা উদ্দিন নাহিন, শামীমা আক্তার পলিন প্রমুখ। তারা শহরের কলোনী, ঠনঠনিয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
গতকাল আ’লীগের প্রার্থী নিকেতা গণসংযোগ করেননি। তবে তিনি দলীয় কার্যালয়ে আ’লীগ ও তার অঙ্গদলের সাথে নির্বাচনী সভা করেন। এ ছাড়া জাপা প্রার্থী ওমর শহরের ৬ নং ওয়ার্ডে লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় জাপা নেতা আব্দুস সালাম বাবুসহ দলের নেতকর্মীরা অংশ নেন।
Leave a Reply