নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিবদ্য বিষয় ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’।
শুক্রবার সকালে প্রাণীসম্পদ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর
থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন, প্রয়াসের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামালসহ খামারীরা।
Leave a Reply