মোঃ নাসিম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেভাগা আন্দোলনের কিংবদন্তী নেত্রী ইলামিত্রের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৩টায় ইলামিত্র সংসদ নাচোল শাখার আয়োজনে উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনাসভা অনুুষ্টিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আল্লামা আকবর, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.মজিদুল হক, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, রহনপুর পৌর মেয়র তারেক রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা,সদ্য প্রকাশিত “ইলামিত্র ও নাচোল”বই এর লেখক ও প্রকাশক আলাউদ্দিন আহাম্মেদ বটু, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান সহ অন্যরা। পরে অতিথিবৃন্দ সদ্য প্রকাশিত “ইলামিত্র ও নাচোল” বই এর মোড়ক উন্মোচন করেন
Leave a Reply