ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের ৪, ৫ এবং ৬ নভেম্বর তিনদিন ভর্তি পরীক্ষা চলবে। চার ইউনিটের অধীন আট অনুষদভুক্ত ৩৪ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ২ হাজার ৩০৫ আসনের জন্য ৬১ হাজার ৯৪২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ২৭ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা এবং চতুর্থ শিফট বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রথম দিন ৪ নভেম্বর প্রথম শিফটে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ৫ নভেম্বর চার শিফটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও পরীক্ষার তৃতীয় দিন ৬ নভেম্বর চার শিফটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুরা আগামী ১৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন।
Leave a Reply