ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
আজ ২৭শে জুলাই’২১ রোমান আল আজমী (অনিকের) ১০ম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান অনিক সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার তার নিজ গ্রাম মালাহারে এ উপলক্ষে দোয়া খায়ের অনুষ্ঠিত হবে। রোমান আল আজমী অনিক ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক মোজাম্মেল হকের একমাত্র ভাইপো। ঐদিন বাদ আছর অনিকের বিদেহী আত্নার প্রতি বন্ধু, বান্ধব ও আত্নীয়-স্বজনদের নিকট দোয়া ও মাগফেরাত কামনা করেছেন তার বাবা নওগাঁ জজকোর্টের এপিপি এ্যাডঃ মোফাজ্জল হক, মা মোসাঃ রুবিনা ইয়াসমিন ও বোন নাফিয়া আনজুম। উল্লেখ্য ২০১১ সালের ২৭ জুলাই রাজশাহীতে পড়ালেখা কালীন অবস্থায় ট্রেন দূর্ঘটনায় অনিকের অকাল মৃত্যু হয়। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে আজও গভীর শোকে বিহবল তার পরিবার ও আত্নীয় স্বজনেরা।
Leave a Reply