নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে লেবু জাতীয় ফসল সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি দপ্তরে লেবু জাতীয় ফসল সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন প্রদর্শণী চাষির একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হুদা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন ঘাটতির প্রেক্ষিতে বিপুল পরিমাণে আমদানি হওয়ায় জেলার চারটি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।এটি একটি লাভজনক ফসল।তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্যোন্নয়নে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে। তারমধ্যে এই প্রকল্প অন্যতম।প্রশিক্ষণ শেষে প্রদর্শনীরভুক্ত চাষীগনের মধ্যে ১৫-১৫০ টি হারে ১৭৫০ টি উন্নত জাতের বারি মাল্টা-১ কলম, রাসায়নিক সার প্রভৃতি উপকরণ বিতরণ করা হয়।সকালে এসআরডিআই এর উদ্যোগে এখানে চলতি রবি মৌসুমে ৫০ জন চাষির মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রমের প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।
Leave a Reply