গোলাম অাযম,ভোলাহাট:
হায় অামি দেখছি একি
চারদিকে লাশ,
অনুপযোগী পৃথিবীতে
ছড়িয়ে অাছে ত্রাস!
বিবেকহীন ঐ নরপশু
যমদূতের বেশে,
নিষ্পাপ শিশুকে মারে
তারা পিষে পিষে!
প্রশ্ন অামার একটা খুব
জানতে ইচ্ছে হয়,
মানুষের কারণে মানুষ
কেন পাবে ভয়?
নিজের হাতে তুলে অাইন
কেন তারা নিবে,
নিষ্পাপ ঐ পাপড়িগুলো
ছুড়ে ফেলে দিবে?
হত্যা বদলে হত্যা যদি
জনসম্মুখে করো,
ভয় অাতঙ্কে হায়েনারা
হবে জরোসরো।
Leave a Reply