নিজস্ব প্রতিবেদক :সকলের হাত, পরিছন্ন থাক”, “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জিবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ব্রাকের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একইস্থানে শেষ হয়।এবং সেখানেই হাত ধোয়ার পদ্ধতি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, সমাজসেবা অফিসার নাসিমউদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সামিউল বাসির, জনস্বাস্থ্য প্রকৌশলি মেহেদী হাসান, ব্রাকের এরিয়া ম্যানেজার রকি ও সাদিকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
এ সময় বক্তরা বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের রোগ প্রতিরোধ সুস্থ ও সুন্দর জিবন গড়তে সঠিক স্যানিটেশন ও হাত ধোয়ার কোন বিকল্প নেই।
Leave a Reply