আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে যুব-যুবমহিলা ও পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। এসময় দুঃস্থ সাংস্কৃতিক কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টায় উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় আয়োজিত সমাবেশে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উদ্যোগে ৩৪ জন উদ্যোক্তার মধ্যে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলার মধ্যে ৩ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ জন দু:স্থ শিল্পীর মধ্যে ২ হাজার ৫০০ টাকা করে ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ভোদন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।# আমিনুর রহমান খোকন, মহাদেবপুর, নওগাঁ। ১৫/০৮/২০২১# ০১৭১১-৯৪৩৯০৯
Leave a Reply