নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এমপি।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন-নাহার-রুবিনা, যুবলীগ নেতা মেসবাহুল জাকের জঙ্গি।
আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ডলারসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে জেসী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply