মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পাতাড়ী ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় যুব উন্নয়ন কমিটির আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম।
নির্ধারিত ১ ঘন্টা ফুটবল খেলায় অংশ গ্রহন করেন বকুল এন্টারপ্রাইজ বনাম প্রবাসী এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ের মধ্যে দুই দল ১ গোল করে সমতায় ফেরে। পরবর্তীতে টাইব্রেকারে ৪-১ গোলে জয়লাভ করে প্রবাসী এন্টারপ্রাইজ দল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির, পাতাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সানাউল্লাহ, মধুইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক এবাদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সহস্রাধিক দর্শক।
উক্ত খেলা দেখতে আসা দর্শকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেন সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির।
Leave a Reply