মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বই বৃক্ষের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে বই বৃক্ষের সাপাহার উপজেলা শাখার আয়োজনে উপজেলার আশড়ন্দ ২১ শে পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি, দেশের গান, গজল, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ডা. মোজাম্মেল হক, আইহাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক ফাহাদ ফরহাদ সহ শামীম রেজা ও বই বৃক্ষের শুভাকাঙ্ক্ষী গণ।
Leave a Reply