ধামইরহাট উপজেলা প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের প্রতিষ্ঠাতা পরিবেশবিদ আলমগীর কবির কর্তৃক পত্রিকা বিক্রেতাদের বিশেষ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কামরুন এন্টার প্রাইজে ধামইরহাটের আগ্রাদ্বিগুনে অবস্থিত ‘মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার’র প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের পক্ষে প্রতিনিধি আবু মুছা পত্রিকা বিক্রেতা বাবুল হোসেন, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, মো. জাকারিয়া হোসেন ও মিজানুর রহমানকে ৫ লিটার সয়াবিন তেলসহ মশুরডাল ও চিনি বিতরণ করেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, কামরুন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল্লাহ হেল বাকী, সাংবাদিক পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রেস ক্লাবের আবেদনের প্রেক্ষিতে এই বিশেষ খাদ্য সহায়তা পেয়ে পত্রিকা বিক্রেতারা উপজেলা প্রেস ক্লাব ও সহায়তা প্রদানকারী মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply