ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ধামইরহাট বাজারস্থ মেসার্স রাইহান চাউলকলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন উপলক্ষে এই পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন। আলোচনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চলতি মাসের ৭ সেপ্টেম্বর তার চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ হয় বলে জানিয়ে বলেন, ‘২০১৬ সালের ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে ধামইরহাটে সর্বোচ্চ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং ওই বছরের ৭ সেপ্টেম্বর চেয়ারম্যান দায়িত্বগ্রহণ করেছি। প্রতি বছর ইউনিয়নের সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়মিত করেছি। আাগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।’
অনুষ্ঠানে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুয়ারা, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী আহমেদ দেওয়ান, ১নম্বর ওয়ার্ড আ’লীগের সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক আমিরুল ইসলাম, ৩নম্বর ওয়ার্ডের সম্পাদক রাশেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সম্পাদক এমরান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের যুব নেতা আক্কাস আলী, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু হানিফ মজনু ও ৮নং ওয়ার্ডের সভাপতি হারুনুর রশিদসহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply