মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে প্রধান শিক্ষককে বরণ করার লক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী আবদুল হালিম, সহকারী শিক্ষক রুবেল ইসলাম, আসিফ আলম, মুসলিমা জিন্নাতুন, আনোয়ারা জান্নাতুন, আরাফাত, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী, সাংবাদিক রতন মালাকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাসির আহম্মেদ কে বরণ করে নেন শিক্ষা অফিসার শহিদুল আলম।
Leave a Reply