নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ (এলাইসি) এর গ্রাহক মো. জহিরুল আলম জুয়েলের মৃত্যুদাবির চেক পেয়েছেন তাঁর স্ত্রী। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে মরণোত্তর দাবির ৩ লাখ টাকার চেক তুলে দেন এলআইসির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাস গুপ্ত।
এ সময় ইকো চ্যানেলের পরিচালক তাজ মোহাম্মদ আসফাক হোসেন, এলআইসির গুলশান ব্রাঞ্চের প্রধান মো. নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার সাদরুল ইসলাম সানি, ইউনিট ম্যানেজার মেহেদি হাসান, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ফাইন্যানসিয়াল এ্যসোসিয়েট আব্দুর রউফ মুকুল, ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জহিরুল আলম জুয়েল ইকো চ্যানেল নেটওয়ার্কের একজন কর্মচারি ছিলেন। গত বছর কর্মচারিদের আর্থিক নিরপত্তার লক্ষে ৪৭ জনের নামে একটি গ্রুপ ইনস্যুরেন্স করেন ইকো চ্যানেলের ব্যবস্থাপনা বিভাগ। এলআইসির মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply