হাদিউল ইসলাম, রাবি প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” বর্তমান সময়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্য দিয়ে অতিক্রম করছে।
একের পর এক সংবাদের শিরোনাম হচ্ছে এই সংগঠনটি। দেশে যখন ছাত্রলীগের এই অবস্থা, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এক অনন্য নজির।
আজ থেকে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা , চলবে 22 অক্টোবর পর্যন্ত।
এ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু র নেতৃত্বে ক্যাম্পাসের প্রাণকেন্দ্র “টুকিটাকি চত্বরে” ছাত্রলীগ তৈরি করেছে হেল্প ডেক্স। এখান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাডেমিক ভবন শনাক্তে সহায়তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।
সরজমিনে প্রদর্শন করলে দেখা যায় যে, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোমল পানীয় বিতরণ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
শুধু ভর্তি পরীক্ষা চলাকালীন সময়েই নয়, বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা যাতে আবাসিক হলে থাকতে পারে তারও ব্যবস্থা করে।
গতকাল রাতে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু মতিহার হলে মসজিদ ও গণরুমে অবস্থানরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝের কোয়েল বিতরণ করেন।
এ বিষয়ে ফয়সাল আহমেদ রুনু বলেন-“ছাত্রলীগ ছাত্রদের অধিকার ও সেবায় কাজ করে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমরা বিভিন্ন কর্মকা- পরিচালনা করি। তাছাড়া রাতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা, হলে মোমবাতি ও মশার কয়েল বিতরণ করেছি। আজ সারাদিন আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সুপেয় খাবার পানি এবং কলম বিতরণ করেছি।”
রাবি ছাত্রলীগের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকগণ।
Leave a Reply