নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি ইলা মিত্রের ৯৪ তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো নারী বহ্নিশিখার সদস্য শেফালি বেগম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জাকির হোসেনসহ স্থানীয় স্কাউট সদস্য বাইরুল আহামেদ কাজল, দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি আয়োজন করে জাগো নারী বহ্নিশিখা চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply