চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বাস, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি অংশগ্রহণ করেন।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন. ডা. জাহিদ নজরুল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল্লাহ, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মটরযান পরিদর্শক আশরাফুল ইসলামসহ অন্যরা।
সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন ও ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান বক্তারা ।
Leave a Reply