নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত নবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নৈশ প্রহরী মরহুম মোশাররফ হোসেনের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বাদ আসর হাসপাতালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সমিতির ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম।
আরো উপস্থিত ছিলেন, সমিতির কোষাধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমান, নির্বাহী কমিটির সদস্য কাউসার আলি, মাওলানা লতিফুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদ এর ইমাম মাওলানা মাহবুব হোসেন।
Leave a Reply