মহাদেবপুর (নওগঁা) প্রতিনিধি : ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই স্লোগানে নওগঁার মহাদেবপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা সদরের মডেল স্কুলমোড় এলাকার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নওগঁা-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, প্রকৌশলী সুমন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ানে এক আলোচনা সভায় মিলিত হয়।
Leave a Reply