ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে দলের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে দলীয় মনোনয়নকৃত প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের ১১ চেয়ারম্যান প্রার্থীকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। ১৪ ডিসেম্বর দুপুর ১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বহিস্কারপ্রাপ্তদের নাম ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এটিএম বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মুছা ও ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, উপজেলা আওয়ামীলীগের সদস্য ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক ইমরুল কায়েশ বাদল ও ৮নম্বর খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম। বর্তমান ও সদস্য বিলুপ্ত কমিটির এসব বিদ্রোহী প্রার্থীদের সাথে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী ও দলীয় সংক্রান্ত সম্পূর্ণ যোগাযোগ নিষিদ্ধ বলেও ঘোষণা করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply