ঘোষিত বাজেটকে বাস্তবসম্মত, উন্নয়নমুখি, ব্যবসাবান্ধব ও সময়োপযোগি অভিহিত করে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ের সামনে তারা এই মিছিল ও সমাবেশ করে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই বাজেট সাধারণ মানুষের মুক্তির বাজেট। এই বাজেটে দেশের মানুষের মুক্তি আসবে। আগামীর সোনার বাংলা বিনির্মাণে প্রস্তাবিত বাজেট ভুমিকা রাখবে। সমাবেশ শেষে সভাপতির নেতৃত্বে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়।
Leave a Reply