নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
Leave a Reply