ফিরোজ আলম -নিজস্ব প্রতিবেদক::
রাজশাহীর মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত কুখ্যাত প্রতারক ছয় মামলার সাজাপ্রাপ্ত আসামী খন্দকার বদিউজ্জামান কে গ্রেফতার করেন মোহনপুর থানা পুলিশ। অপর দিকে অপহরণ মামলার ভিকটিম এক স্কুল ছাত্রী কে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২-ই ফেব্রুয়ারী) মোহনপুরে থানা পুলিশ সূত্রে জানাগেছে, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর ইসলাম এর দিক নির্দেশনায় এস আই আবু জাহেদ শেখ, এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত কুখ্যাত প্রতারক তিন মামলার সাজাপ্রাপ্তসহ- ছয় মামলার আসামী খন্দকার বদিউজ্জামান পিতা মৃতঃ ফজলুর রহমান, সাং ভাতুড়িয়া, থানা মোহনপুর জেলা রাজশাহী কে মঙ্গলবার (১লা জানুয়ারী) গ্রেফতার করেন মোহনপুর থানা পুলিশ।মামলার বিবারণঃ১। সি আর ১৮৮/২০ ২। সি আর ১০৫/১৯ ৩। সি আর ৭১৫/১৩ -সাজাপ্রাপ্ত ৪। সি আর ৮৯৯/১৭ ৫। সি আর ১৯৩/১৭ -সাজাপ্রাপ্ত। ৬। সি আর ৭৯/১৭ -সাজাপ্রাপ্ত। খন্দকার বদিউজ্জামান এর মতো কুখ্যাত অর্থ আত্মসাতকারী প্রতারক কে গ্রেফতার করায় সাধারণ মানুষসহ- সুশীল সমাজের মানুষের নিকট আস্হা অর্জন করেছে পুলিশ।
অপরদিকে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার বিষয়ে মামলার তদন্ত কারী অফিসার এস আই আবু জাহেদ শেখ জানান, গত (২৭-শে জানুয়ারী) মোহনপুর থানা এলাকার বাকশৈল গ্রামের(১২) বছরের স্কুল ছাত্রী ভিকটিম অপহরণ হয় ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ জন কে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, এর মধ্যে ২ জন আসামী গ্রেফতার হয়েছে অন্য আসামী কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গত (১লা- ফেব্রুয়ারী) ঢাকা বিশমাইল মিনি বাজার এর পার্শ্বে স্হান হতে ভিকটিম উদ্ধার করা হয় বলে জানান মামলার তদন্ত কারী অফিসার।
এঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য জানতে চাইলে নিজ কার্যলয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ প্রতিবেদকে জানান, মোহনপুরে’র বহুল আলোচিত প্রতারক সাজাপ্রাপ্তসহ- ৬ টি মামলার ধৃত আসামী। দীর্ঘদিন দিন ধরে স্হানীয় প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে কৌশলে বিভিন্ন সময় বিভিন্ন স্হান পরিবর্তন করে পালিয়ে বেড়াতো তাকে আটক করতে পুলিশের একটি চৌকস টিম দ্বারা বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকা’র আদাবর এলাকা হতে খন্দকার বদিউজ্জামান গ্রেফতার করতে সহ্মম হয় মোহনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কে পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply